সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

এসইও এর প্রকারভেদ

এসইও প্রধানত ২ ধরনের হয়ে থাকে:
১) White Hat SEO
২) Black Hat SEO
এখন আসুন আমরা এই দুই ধরনের এসইও সম্পর্কে কিছু জেনে নেই।
১) White Hat SEO:  যখন সার্চ ইন্জিন গুলোর নিয়মনীতি মেনে একটি সাইটের এসইও করা হয় তখন তাকে হোয়াই হ্যাট এসইও বলে। হোয়াইট এসইও কে অপর দিকে অনপেইজ অপটিমাইজেশন ও অফপেইজ অপটিমাইজেশন এই দুই ভাগে ভাগ করা হয়েছে। বর্তমানে সকল এসইও ওয়ার্কার এই হোয়াইট হ্যাট এসইও এর পদ্ধতি অবলম্বন করছে।
২) Black Hat SEO: যখন সার্চ ইন্জিনের নিয়ম ভঙ্গ করে একটি সাইটের এসইও করা হয় তখন তাকে ব্যাক হ্যাট এসইও বা Black Hat SEO বলে।
আমার এখন হোয়াইট হ্যাট এসইও এর সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করবো।
আমি আপনাদেরকে ইতি পূর্বে বলে দিয়েছি হোয়াইট হ্যাট এসইও কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।
ক) অনপেইজ অপটিমাইজেশন: যখন আমরা একটি সাইটের অভ্যন্তরে যে সমস্ত এসইও এর কাজ করে থাকি তাকে অনপেইজ অপটিমাইজেশন বলে।
আসুন এক নজরে দেখে নেই কি কি বিষয় জড়িত আছে এই অনপেইজ অপটিমাইজেশনের ভিতরে।
1. Meta Tag ( Title, Keyword, Description)
2. H1-H6 Tag
3. Image Alt Tag
4. Permalink for URL structure
5. Name of page/file
6. Keyword base/seo friendly content
7. Xml Sitemap

খ) অফপেইজ অপটিমাইজেশন: একটি সাইটের বাহিরে যে সকল এসইও এর কাজ করা হয়ে থাকে তাকে অফপেইজ অপটিমাইজেশন বলে থাকে।
আসুন এক নজরে অফপেইজ অপটিমাইজেশনের ভিতরে কি কি বিষয় রয়েছে তা একটু দেখে নেই:
1. Blog comments
2. Social Bookmarking
3. Directory Submission
4. Forum Posting
5. Social Bookmarking
6. Article Submission

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন