ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং। কি ভাবে ওয়ার্ডপ্রেসের নিজস্ব সাইট ব্যাতিত একটি ফ্রি সাব-ডোমেইন পাওয়া যায় (পর্ব-৭
বন্ধুরা আমরা আমাদের পূর্বের অধ্যায়ে জেনেছিলাম কি করে
ওয়ার্ডপ্রেস ডট কম হতে ফ্রীতে একটি সাব ডোমেইন পাওয়া যায়। আজ আমরা শিখব কি
ভাবে ওয়ার্ডপ্রেস ডট কম ব্যাতীত একটি সাব-ডোমেইন ফ্রীতে পাওয়া যায়। কিন্তু
আপনি যখন ডোমেইনের স্ট্রাকচার টা দেখবেন তখন আপনার কাছে মনে হবে এটি কোন
সাব ডোমেইন না, এটিতো একটি ডোমেইন। যাই হোক তাহলে আমরা এখন আমাদের মূল কথায়
আসি। গুগলে সার্চ দিলে আমরা অনেক ফ্রী ডোমেইন প্রদানকারী সাইটের লিংক পাব।
তাদের মধ্যে একটি সাইট হচ্ছে www.dot.tk ।
আজ আমরা শিখব কিভাবে dot.tk হতে একটি ডোমেইন নিতে হয়।
০১. প্রথমে আমাদেরকে www.dot.tk এই সাইটে যেতে হবে। এখন আপনি যে নামে একটি ডোমেইন নিতে চান সে নামটি টাইপ করুন।

নামটি টাইপ করার পর GO বাটনে ক্লিক করুন। আপনার ডোমেইন নেমটি যদি খালি না থাকে তাহলে আপনাকে একটি মেসেজ শো করবে। তখন আপনাকে অন্য একটি ডোমেইন নেম বাছাই করতে হবে।
০২. এখন আপানকে আপনার ডোমেইনের DNS সেটিংস করতে হবে।
[DNS সেটিংসের মাধ্যমে আপনার ডোমেইন হোস্টিং এর সাথে যুক্ত হবে। এই কাজটি আমরা পরেও করতে পারি। যেহেতু আমরা জানি যে আমরা হোস্টিং কোন সাইট হতে নিচ্ছি তাই আমরা সেই সাইটের DNS বা Name Server এখনই সেটিংস করে ফেলব।]
এখন যে উন্ডোটি ওপেন হবে সে খান থেকে USE DNS এ ক্লিক করে OWN DNS এ ক্লিক করতে হবে। এখন আপনি Name Server নামে দুটি ঘর দেখবেন।

আমরা যেহেতু www.x10hosting.com হতে ফ্রীতে হোস্টিং নিচ্ছি তাই আমরা এখানে x10hosting এর নেম সার্ভার ব্যবাহার করব। আমরা যদি অন্য কোন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং নিতাম তাহলে আমরা তাদের নেম সার্ভার ব্যবাহার করতাম। Registration Length এইখানে ৩ মাস দেওয়া আছে। আমরা এইখানে ১২ মাস সিলেক্ট করে দিব। কারন আমরা এই ডোমেইনটি ১২ মাসের জন্য ব্যবহার করতে চাই। এর পর একটি ক্যাপচা টাইপ করতে হবে। এখন সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।
০৩. এই পর্যায়ে আমরা আমাদের জন্য একটি খুলব যে একাউন্ট হতে আমরা আমাদের ডোমেইনকে কন্ট্রোল করতে পারব। এইখানে আপনি Account তৈরি করার জন্য কিছু অপশন পাবেন। আপনি চাইলে আপনার ফেইসবুক, গুগল, ইয়াহু ইত্যাদি একাউন্ট ব্যবহার করেও একাউন্ট খুলতে পারেন। অথবা আপনি আপনার ইমেইল একাউন্ট ব্যবহার করে আপনার একাউন্ট খুলতে পারেন। আমি আপনাদেরকে এইখানে ই-মেইল ব্যবহার করে একাউন্ট তৈরি করার প্রক্রিয়াটি দেখিয়েছি। আপনি আপনার ইমেইল এড্রেসটি টাইপ করে Next বাটনে ক্লিক করুন।

০৪. এখন যে পেজটি ওপেন হবে সেখানে যে ফর্মটি আসবে তা পূরন করে Create Account এ ক্লিক করতে হবে।

০৫. এখন আপনাকে আপনার ইমেইল চেক করতে বলা হবে।

০৬. আপনি আপনার ইমেইলে লগ ইন করে দেখুন ডট টিকে হতে একটি মেইল আপনাকে সেন্ড করা হয়েছে। যাতে একটি কনফার্মেশন লিংক আছে এবং সাথে একটি কনফার্মেশন কোড। এই কোডটি কপি করে নিন এখন
কনফার্মেশন লিংকটিতে ক্লিক করে কনফার্ম করেদিন যে আপনি একটি একাউন্ট তৈরি করতে চাচ্ছেন।

ব্যাস কাজ শেষ হয়ে গেল।
এখন আপনি চাইলে আপনার একাউন্টে লগ ইন করতে পারেন। আপনি তাদের একটি একাউন্ট হতে একাধিক ডোমেইন নেম নির্বাচন করতে পাবেন। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কি ভাবে হোস্টিং নিতে হবে এবং কিভাবে ডোমেইন হোস্টিং এ এড করতে হবে।
আজ আমরা শিখব কিভাবে dot.tk হতে একটি ডোমেইন নিতে হয়।
০১. প্রথমে আমাদেরকে www.dot.tk এই সাইটে যেতে হবে। এখন আপনি যে নামে একটি ডোমেইন নিতে চান সে নামটি টাইপ করুন।
নামটি টাইপ করার পর GO বাটনে ক্লিক করুন। আপনার ডোমেইন নেমটি যদি খালি না থাকে তাহলে আপনাকে একটি মেসেজ শো করবে। তখন আপনাকে অন্য একটি ডোমেইন নেম বাছাই করতে হবে।
০২. এখন আপানকে আপনার ডোমেইনের DNS সেটিংস করতে হবে।
[DNS সেটিংসের মাধ্যমে আপনার ডোমেইন হোস্টিং এর সাথে যুক্ত হবে। এই কাজটি আমরা পরেও করতে পারি। যেহেতু আমরা জানি যে আমরা হোস্টিং কোন সাইট হতে নিচ্ছি তাই আমরা সেই সাইটের DNS বা Name Server এখনই সেটিংস করে ফেলব।]
এখন যে উন্ডোটি ওপেন হবে সে খান থেকে USE DNS এ ক্লিক করে OWN DNS এ ক্লিক করতে হবে। এখন আপনি Name Server নামে দুটি ঘর দেখবেন।

আমরা যেহেতু www.x10hosting.com হতে ফ্রীতে হোস্টিং নিচ্ছি তাই আমরা এখানে x10hosting এর নেম সার্ভার ব্যবাহার করব। আমরা যদি অন্য কোন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং নিতাম তাহলে আমরা তাদের নেম সার্ভার ব্যবাহার করতাম। Registration Length এইখানে ৩ মাস দেওয়া আছে। আমরা এইখানে ১২ মাস সিলেক্ট করে দিব। কারন আমরা এই ডোমেইনটি ১২ মাসের জন্য ব্যবহার করতে চাই। এর পর একটি ক্যাপচা টাইপ করতে হবে। এখন সাইন আপ বাটনে ক্লিক করতে হবে।
০৩. এই পর্যায়ে আমরা আমাদের জন্য একটি খুলব যে একাউন্ট হতে আমরা আমাদের ডোমেইনকে কন্ট্রোল করতে পারব। এইখানে আপনি Account তৈরি করার জন্য কিছু অপশন পাবেন। আপনি চাইলে আপনার ফেইসবুক, গুগল, ইয়াহু ইত্যাদি একাউন্ট ব্যবহার করেও একাউন্ট খুলতে পারেন। অথবা আপনি আপনার ইমেইল একাউন্ট ব্যবহার করে আপনার একাউন্ট খুলতে পারেন। আমি আপনাদেরকে এইখানে ই-মেইল ব্যবহার করে একাউন্ট তৈরি করার প্রক্রিয়াটি দেখিয়েছি। আপনি আপনার ইমেইল এড্রেসটি টাইপ করে Next বাটনে ক্লিক করুন।

০৪. এখন যে পেজটি ওপেন হবে সেখানে যে ফর্মটি আসবে তা পূরন করে Create Account এ ক্লিক করতে হবে।

০৫. এখন আপনাকে আপনার ইমেইল চেক করতে বলা হবে।

০৬. আপনি আপনার ইমেইলে লগ ইন করে দেখুন ডট টিকে হতে একটি মেইল আপনাকে সেন্ড করা হয়েছে। যাতে একটি কনফার্মেশন লিংক আছে এবং সাথে একটি কনফার্মেশন কোড। এই কোডটি কপি করে নিন এখন
কনফার্মেশন লিংকটিতে ক্লিক করে কনফার্ম করেদিন যে আপনি একটি একাউন্ট তৈরি করতে চাচ্ছেন।

ব্যাস কাজ শেষ হয়ে গেল।
এখন আপনি চাইলে আপনার একাউন্টে লগ ইন করতে পারেন। আপনি তাদের একটি একাউন্ট হতে একাধিক ডোমেইন নেম নির্বাচন করতে পাবেন। পরবর্তী অধ্যায়ে আমরা শিখব কি ভাবে হোস্টিং নিতে হবে এবং কিভাবে ডোমেইন হোস্টিং এ এড করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন