মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

ওয়ার্ডপ্রেস ডট কমে ব্লগ ওপেন করা?(পর্ব-৬)

ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগিং। ওয়ার্ডপ্রেস ডট কমে ব্লগ ওপেন করা?(পর্ব-৬)

আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের কাজ শিখছি সেহেতু আমরা নতুন অবস্থায় টাকা খরচ করে কোন প্রকার ডোমেইন কিনব না। তাই আজ আমরা এই লেসন হতে শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ডট কম হতে একটি ফ্রি সাব ডোমেইন(সাব ডোমেইন কি তা আমি সামনে আলোচনা করব) ও সাথে ৩জিবি জায়গা পাওয়া যায়। তাই আর দেরি না করে এখন আমরা আমাদের মূল লেসনে ফিরে আসছি।

১. প্রথমে আমাদেরকে www.wordpress.com এই সাইটে যেতে হবে। আমরা যখন এই সাইটে যাব তখন নিচের ছবির মত একটি পেজ দেখতে পাব।

how to open blog at wordpress


০২. এখন গেট স্টার্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি সাইন আপ ফর্ম ওপেন হবে।

wordpress bangla tutorial

০৩. এখন ফর্মের যে স্থানে যে সকল বিষয় গুলো চেয়েছে তা পূরন করতে হবে। যেমন:

E-mail : আপনাকে এই ঘরে আপনার ইমেইল আইডি লিখতে হবে। আমি এই খানে admin@bdtechtunes.com ব্যবহার করেছি।

Username: ইজারনেমটি আপনার লগইনের সময় লাগবে। তাই আপনি আপনার পছন্দের মত একটি ইউজার নেম বাছাই করুন। আমি এইখানে আমার ইউজারনেম bdtech001 ব্যবহার করেছি।

Password: এইঘরে আপনি আপনার পাসওয়ার্ডটি টাইপ করুন যা দিয়ে আপনি প্রতিবার লগইনের সময় ব্যবহার করবেন।

Blog Address: এই খানে আপনাকের আপনার ব্লগ এড্রেসের নাম লিখতে হবে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস হতে একটি সাব-ডোমেইন নিচ্ছি তাই আপনার সাইটের নামের শেষে .wordpress.com এই কথাটি যুক্ত হবে। আপনি এখন যে নামে একটি সাব-ডোমেইন খুলবেন শুধু সেই নামটি এই ঘরে টাইপ করে দিন। আমি এই ঘরে টাইপ করেছি technotunesbd। তাই আমার Blog Address হবে technotunesbd.wordpress.com

০৪. এরপর আপনি Create Blog এই অপশনে ক্লিক করুন

image3
০৫. এখন একটি ওয়েলকাম মেসেজ শো করবে। আপনাকে বলা হবে মেইল ভেরিফিকেশন করতে।







wordpress bangla tutorial

০৬. আপনি sign up এর সময় যে ই-মেইল একাউন্ট ব্যবহার করেছিলেন সেই মেইল আইডিতে প্রবেশ করুন। মেইলটি ওপেন করে Active Blog এ ক্লিক করুন।

wordpress bangla tutorial

০৭. Active Blog এ ক্লিক করার পর নিচের ছবির মত একটি পেইজ ওপেন হবে। এখন আপনি Next Step এ ক্লিক করুন।

wordpress bangla tutorial
০৮. এখন আপনাকে Blog Title এর ঘরে আপনার ব্লগ সাইটের টাইটেল দিতে হবে। এটি অবশ্য অটোমেটিক হয়ে যাবে। আপনি যদি এই নামটি চেন্জ করতে চান তাহলে আপনি এই ঘরে মাউস পয়েন্টার রেখে তা পরিবর্তন করতে পারবেন। Tagline(optional) এই ঘরে আপনি আপনার ব্লগ সাইটের জন্য সংক্ষেপে কিছু বর্ননা লিখুন। তারপর Next Step এ ক্লিক করুন।


wordpress bangla blogging tutorial

০৯. এই ঘরে কোন কাজ নেই। শুধু Next Step এ ক্লিক করে চলে যান।


image8১০. এখন একটি পেইজ ওপেন হবে। এখনে কিছু মেনু শো করবে। তা হতে My Blog এই অপশনে ক্লিক করতে হবে। এইখানে দেখুন আপনার ব্লগ সাইটটি শো করছে। ব্লগ সাইটের নামের নিচে দেখুন Dashboard নামে একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করুন।


wordpress bangla blogging tutorial
১১. এখন যে পেইজ টি ওপেন হবে সেটিই হচ্ছে আপনার Dashboard। যেখান থেকে আপনি আপনার ব্লগ সাইট কন্ট্রোল করতে পারবেন। তবে আপনি যখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আপনার হোস্টিং সার্ভারে ইন্সটল করবেন তখন আপনি কিছু বেশি সুবিধা পাবেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য। যা আপনি ওয়ার্ডপ্রেস সাইট হতে নেওয়া সাব ডোমেইন ব্যবহার করে পাবেন না। এই সব বিষয়গলো আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। তার আগে আমরা শিখব কি ভাবে ওয়ার্ডপ্রেস.কম ব্যাতীত অন্য সাইট হতে একটি ফ্রী ডোমেইন ও ফ্রী হোস্টিং পাওয়া যায়। এবং তা ব্যবহার করে একটি সুন্দর সাইট তৈরি করা যায়।

আমাদের পরবর্তী টিউটোরিয়াল পাবলিশ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন